স্বপন শর্মা

  ০৮ অক্টোবর, ২০২২

পুজোর ছড়া

এবার গজে আসছে মা যে, এই পৃথিবী ধামে

শিউলি ঝড়ে ছিটিয়ে পড়ে পথের ডানে বামে।

উলুর-ধ্বনি ঢাকের ধ্বনি উঠুক বেজে ঢোল

সবার মুখে, সুখ বা দুঃখে মায়ের নামের বোল।

আয় মা রমা অসুর দমা শান্তি ফিরুক ঘরে

বিপথগামী অসুর-নামি মানুষ কে নে ধরে।

ফালতুবাজি হল্লাবাজি এসব এবার থামা

ফুল ফসলে মূল আসলে উঠকি ভরে ধামা।

দুঃখ নাশিনী হিম বাসিনী নৌকায় যাবে ফিরে

মেঘের জলে ফসল ফলে উঠুক সবার নীড়ে।

কাঁদিস নে মা, ভাবিস নে মা বাপের বাড়ি নিয়ে

উজাড় করে আশিস ভরে, এবারে যেয়ো দিয়ে।

সময় ধরে বছর পরে আবার তুমি এসে-

দেখতে পাবে আজ যেভাবে রেখেছ এই দেশে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close