প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৭ মে, ২০২৪

তাপমাত্রা বাড়ছে ঘূর্ণিঝড়ের শঙ্কা

বৈশাখের বৃষ্টি দহনজ্বালা থেকে সাময়িক মুক্তি দিয়েছিল। তবে দুদিন ধরে দেখা দিয়েছে ফের গরমের দাপট। আবহাওয়া দপ্তর জানায়, আগামী কয়েকদিনে ধাপে ধাপে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বাতাসে বাড়তি আর্দ্রতার কারণে বাড়বে অস্বস্তিও। আবহাওয়া অফিস আরো জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিকে কানাডার সাস্কাচোয়ান বিশ্ববিদ্যালয় সাসকাটুনের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তাফা কামাল পলাশ জানান, ‘বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেলের সর্বশেষ তথ্যানুসারে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি মে মাসের ২৫ থেকে ২৮ তারিখের মধ্যে উপকূলে আঘাত করতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের বেশিরভাগ জেলার ওপরে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বিরাজমান তাপপ্রবাহ মে মাসের ২৪ তারিখ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।’

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া এবং বরিশাল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তরের বরাতে আনন্দবাজার জানায়, রাজ্যের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। এ চার জেলা হলো পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। আগামী সোমবার বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই ঘূর্ণাবর্তের দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close