শামীম হোসেন, নবাবগঞ্জ (ঢাকা)

  ২০ এপ্রিল, ২০২৪

নবাবগঞ্জ উপজেলা নির্বাচন

চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে ৫ প্রার্থী

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে ঢাকার নবাবগঞ্জে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চলছে নানা গুঞ্জন ও আলোচনা-সমালোচনা। চায়ের দোকানের পাশাপাশি বিতর্ক জমেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও। সুষ্ঠু নির্বাচন নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে। সিলেকশন নাকি ইলেকশন এমন কথার ঝড় উঠেছে ফেসবুকে। তবে সব প্রার্থীই অংশগ্রহণমূলক ভোট প্রত্যাশী। জনগণের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানান প্রার্থীরা। দোহারে সব প্রার্থী মাঠে থাকলেও নবাবগঞ্জের প্রার্থীরা প্রচারণায় পিছিয়ে আছেন।

আগামী ৮ মে নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নবাবগঞ্জে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, যুবলীগ নেতা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন, ডা. মোহাম্মদ বাবুল মিয়া ও মো. শেখ বোরহান উদ্দিন।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান মো. তাবির হোসেন খান পাভেল, উপজেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক দিলীপ কুমার মণ্ডল, বাহ্রা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পত্তনদার মো. রাকিবুর রহমান রাকিব, আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, মো. আক্তার হোসেন, মধ্যম কুমার সিদ্ধা আকাশ, কায়েশ আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে যাচাই-বাছাইয়ে সাবেক ভাইস চেয়ারম্যান মো. তাবির হোসেন খান পাভেলের মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচন কমিশন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে রোকসানা বেগম, দীপা কবির, ইয়াসমিন আক্তার, নিলুফা আক্তার, গাজী শাকিলা ও মনিকা ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে মনিকা ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

নির্বাচন সামনে রেখে নিজ নিজ প্রার্থীরা নিজস্ব কর্মী নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পোস্টার, ব্যানার, ফ্যাস্টুন, হ্যান্ডবিল বিতরণ ছাড়াও ফেসবুকের মাধ্যমে প্রার্থিতার জানান দিয়ে দোয়া ও সমর্থন চাইছেন তারা। দোহারে সব প্রার্থী মাঠে থাকলেও নবাবগঞ্জে প্রার্থীদের প্রচারণা খুবই কম। নবাবগঞ্জের চেয়ারম্যান প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, মোয়াজ্জেম হোসেন ও ডা. বাবুল মিয়া ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পাড় করলেও অন্যান্য প্রার্থীরা অনেকটা নীরব। তবে ফেসবুকে সবাইকে প্রচারণায় সরব দেখা যায়।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু বলেন, এবারও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শুধু অবকাঠামো উন্নয়ন নয়, শিক্ষার উন্নয়নেও ব্যাপক কাজ করেছি। আশা করি জনগণ আমার কাজের মূল্যায়ন করবে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমাদের অভিভাবক ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের পাশে থেকে নবাবগঞ্জের উন্নয়নের কাজ করব ইনশাআল্লাহ।

নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তাই প্রতীক পাওয়ার আগেই প্রচারণায় নেমে পড়েছি। আশা করি আগামী ৮ মে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবে। জনগণের রায় মেনে নেব।

নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close