প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২০ এপ্রিল, ২০২৪

নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালে বাস প্রকৌশলী নিহত

বিভিন্ন স্থানে আরো ৬ জনের মৃত্যু

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে প্রাচীর ভেঙে রাইদা পরিবহনের একটি বাস ঢুকে গেছে। এতে সিভিল অ্যাভিয়েশনের জ্যেষ্ঠ একজন প্রকৌশলী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মাইদুল ইসলাম সিদ্দিকী সিভিল অ্যাভিয়েশনের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া রাজশাহী, সিরাজগঞ্জ, বরিশাল ও নেত্রকোনায় সড়কে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে রাইদা পরিবহনের একটি বাস ঢুকে মোটরসাইকেল আরোহী প্রকৌশলীকে চাপা দিলে তিনি নিহত হন। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস বলেন, সকাল ১০টায় রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল অ্যাভিয়েশনের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম। তার মোটরসাইকেলটিকে বাসটি চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ : জেলার উল্লাপাড়ায় চুল কাটানোর জন্য বের হয়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতপরিচয় গাড়ির চাপায় আবদুল হালিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা-রাজশাহী মহাসড়কে সলঙ্গার ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবদুল হালিম ধোপাকান্দির মৃত খোরশেদ আলমের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

উজিরপুর (বরিশাল) : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের সানুহার এলাকায় বাসচাপায় গোলম কিবরিয়া (৩৫) নামের এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলম কিবরিয়া বরিশাল নগরীর ২১নম্বর ওয়ার্ডের ধেপাবাড়ি মোড়ের বাসিন্দা। উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে।

রাজশাহী : রাজশাহীতে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকেল সাড়ে ৪টাড পবা উপজেলার মুরাদীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুইট (৩১), আসিফ ইকবার (১৯) ও তাজুল ইসলাম (২৫)।

রাজশাহীর দামকুড়া থানার উপপরিদর্শক আলী আকবর এসব তথ্য নিশ্চিত করে বলেন, পবার মুরাদীপুর এলাকায় আজ (গতকাল) বিকেলে বালুবাহী একটি ট্রাক দুটি মোটরসাইকেলকে চাপা দেয়। দুই মোটরসাইকেলে আরোহী ছিলেন পাঁচজন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়।

নেত্রকোনা : মদনে বেটারিচালিত অটোরিকশাচাপায় আলী মিয়া (৬০) নামের এক ধান ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল দুপুর আড়াইটার দিকে মদন-খালিয়াজুরী সড়কের উচিতপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক নাছির উদ্দিন আহত হয়েছেন। নিহত আলী কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close