ক্রীড়া প্রতিবেদক

  ০২ মার্চ, ২০২৪

ব্যাটে সেরা তামিম, বোলিংয়ে শরিফুল

পুরোনো চোটের সঙ্গে লড়াই। বিশ্বকাপে না থাকা ঘিরে বিতর্ক। জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে মাঠের বাইরের প্রসঙ্গেই বেশি আলোচিত ছিলেন তামিম ইকবাল। তবে মাঠের লড়াই শুরুর পর সেগুলোর ছাপ নিজের ব্যাটে পড়তে দেননি অভিজ্ঞ ওপেনার। আসরজুড়ে দায়িত্বশীল ব্যাটিংয়ে তিনিই পেলেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের স্বীকৃতি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে ব্যাট হাতে রীতিমতো ঝড় তুলেছেন তামিম। ফরচুন বরিশালের জার্সিতে ব্যাট হাতে নতুন রেকর্ড গড়েছেন এ বাঁহাতি ওপেনার। চলতি আসরে ৪৯২ রান করে বিপিএলের এক আসরে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি। এবারের বিপিএলের শুরু থেকেই নিয়মিত খেলেছেন তামিম। ২০১৬ সালে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে ৪৭৬ রান করেছিলেন। গতকাল শুক্রবার নিজের সেই রেকর্ড টপকে গেলেন তামিম।

তবে নিজের ওপর কিছুটা আক্ষেপ করতেই পারেন তামিম। কেননা আর মাত্র ৮ রান করতে পারলেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক আসরে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারতেন তিনি। নাজমুল হোসেন শান্তকেও (৫১৬) ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু মঈন আলীর বলে বোল্ড হয়ে একরাশ হতাশা নিয়েই ফিরতে হয় তামিমকে। বিপিএলর ইতিহাসে এক আসরে সর্বোচ্চ সংগ্রহ দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাইলি রুশোর দখলে রয়েছে। ৬৯.৭৫ গড়ে তার রান ৫৫৮। এদিকে বোলাদের মধ্যে ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে সবার ওপরে শরিফুল ইসলাম । দল গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেও বল হাতে আগুন ঝরানো পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। ১৩ ম্যাাচে ১৭ উইকেট নিয়ে দুইয়ে রংপুর রাইডার্সের সাকিব আল হাসান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close