নিজস্ব প্রতিবেদক

  ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

দেশে আরো একজনের মৃত্যু শনাক্ত ৭৩

দেশে করোনা আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৮৭ জনে দাঁড়িয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৪৮ হাজার ১১৬ জনে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ১৫ হাজার ১৮০ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৭১৭ নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্ত ১০.১৮ শতাংশ।

উল্লেখ্য, ২০১৯ সালের অক্টোবরের প্রথম দিকেই চীনে করোনাভাইরাস ছড়ানো শুরু হয়ে থাকতে পারে। নতুন এক গবেষণায় এমনটাই বলা হচ্ছে। এ ভাইরাসের উৎপত্তির সবচেয়ে সম্ভাব্য তারিখ হতে পারে একই বছরের ১৭ নভেম্বর। আর ২০২০ সালের জানুয়ারি নাগাদ এ ভাইরাস সম্ভবত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। চীনের আনুষ্ঠানিক ভাষ্যানুযায়ী, ২০১৯ সালের ডিসেম্বরে উহানে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। উহানের সামুদ্রিক খাবারের বাজারের সঙ্গে করোনা বিস্তারের যোগসূত্র রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close