চাঁদপুর প্রতিনিধি

  ২২ ফেব্রুয়ারি, ২০২৪

দুই মেয়েকে বিষপান করিয়ে মায়েরও বিষপান

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে দুই মেয়েকে বিষপান করিয়ে মাও বিষপান করেছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার বাকিলার শ্রীপুর উত্তর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। দুই মেয়ে এখনো বেঁচে আছে। তবে তারা সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

মৃত গৃহবধূর নাম তানিয়া আক্তার (২৭)। তিনি উপজেলার বাকিলার শ্রীপুর উত্তর এলাকার বাসিন্দা ও মালয়েশিয়াপ্রবাসী কাউসারের স্ত্রী। হাসপাতালে চিকিৎসাধীন তার দুই মেয়ের নাম তাবাচ্ছুম (৬) ও ফাতেহা (৪)। মৃত তানিয়ার স্বজন আছমা বেগম বলেন, মালয়েশিয়াপ্রবাসী কাউসারের স্ত্রী তানিয়া। প্রায় বছরখানেক আগে কাউসার বিদেশে পাড়ি জমান। তখন থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। সেই কলহের জেরেই তানিয়া নিজে বিষপান করেন এবং দুই সন্তানকেও বিষপান করান। চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা বলেন, বিষপান অবস্থায় এক গৃহবধূ ও দুই কন্যাশিশুকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই বিষক্রিয়ায় গৃহবধূ মারা গেছেন। দুই শিশুসন্তানকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শিশু দুটি এখনো শঙ্কামুক্ত নয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close