রবিউল ইসলাম, টঙ্গী (গাজীপুর)
ইজতেমার দ্বিতীয় পর্ব
মোনাজাতে বিশ্বশান্তি কামনা
দেশের কল্যাণ, দুনিয়া ও আখিরাতের শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গতকাল রবিবার শেষ হলো ৫৭তম বিশ্ব ইজতেমার শেষ ও দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতে আত্মশুদ্ধির আহ্বান এবং নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে আল্লাহর দরবারে রহমত প্রার্থনা করা হয়। এ সময় আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনিতে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে তুরাগতীরে।
মোনাজাত পরিচালনা করেন দিল্লি নিজামুদ্দিন মারকাজের মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। বেলা ১১টা ১৭ মিনিটে মোনাজাত শুরু করে ১১টা ৪৩ মিনিটে শেষ করেন। তিনি আরবি ও উর্দু ভাষায় মোনাজাত পরিচালনা করেন। ২৬ মিনিটব্যাপী মোনাজাতে মাওলানা কইউসুফ বিন সাদ প্রথম ১১ মিনিট পবিত্র কোরআনে বর্ণিত দোয়ার আয়াতগুলো উচ্চারণ করেন। শেষ ১৫ মিনিট দোয়া করেন উর্দু ভাষায়। এর আগে তিনি হেদায়েতি বয়ান করেন। এ দিন সকাল থেকেই আখেরি মোনাজাতের কারণে ইজতেমা মাঠের আশপাশের সড়কের যানচলাচল নিয়ন্ত্রিত ছিল।
যারা ইজতেমার ময়দানে পৌঁছাতে পারেননি তারা পথে-ঘাটে, বাস, রিকশা, আশপাশের মসজিদ, দোকান-পাটে বসেও মোনাজাতে অংশ নেন। ফেসবুক লাইভ, এফএম রেডিও, হ্যান্ড মাইক, মসজিদের বড় মাইক ও অনলাইনের মাধ্যমে ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন অনেকে। এ সময় সম্মিলিত ‘আমিন, আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পুরো ইজতেমা ময়দান। সর্বস্তরের মানুষ অশ্রুসিক্ত নয়নে আল্লাহ তায়ালার কাছে ক্ষমাপ্রার্থনা করেন। সেই প্রার্থনার তরঙ্গ এসে মিলেছে দূর-দূরান্তে হাত ওঠানো মানুষের মধ্যেও। মোনাজাতে নিজেদের হৃদয়ের আবেগ-অনুভূতি আল্লাহর কাছে তুলে ধরেছেন। অন্তরের অন্তঃস্তল থেকে ‘আমিন, আমিন ধ্বনি আর চোখের পানিতে বুক ভাসিয়েছেন তারা।
আখেরি মোনাজাত শেষে হওয়ার পরপরই আশপাশের মুসল্লিরা তাৎক্ষণিক বাড়ির দিকে রওনা হলেও দূর থেকে আসা মুসল্লিরা পর্যায়ক্রমে রওনা দেবেন। কেউ হেঁটে, কেউবা পিকআপ, মিনিবাসে বাড়ি ফিরেছেন। এ ছাড়া পূর্বনির্ধারিত গাড়ি না থাকলে তাদের পরিবহন পেতে অনেক ভোগান্তিতে পড়তে হয়। যাদের পরিবহনের ব্যবস্থা হচ্ছে তাদের গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া।
এদিকে, অতিরিক্ত মানুষ ও যানবাহনের চাপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের সড়কে যানবাহনে ধীরগতি দেখা দেয়। মাঝেমধ্যে লেগে যাচ্ছে যানজট। টঙ্গীর ইজতেমা মাঠ থেকে গাজীপুর চৌরাস্তার ভাড়া ২০-২৫ টাকা হলেও মোনাজাতের পর রওনা হওয়া যাত্রীদের গুনতে হচ্ছে ৭০ থেকে ১০০ টাকা। এ নিয়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে ইজতেমায় আগত মুসল্লিদের বাকবিতণ্ডাও হতে দেখা গেছে।
বিদেশিদের অংশগ্রহণ : দ্বিতীয় প?র্বে ইজতেমায় রবিবার সকাল পর্যন্ত ৬৫টি দেশের ৯ হাজার ২৩১ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানে আসেন। ৬৫টি দেশের মধ্যে ভারত, পাকিস্তান, কুয়েত, সৌদি আরব, শ্রীলঙ্কা, সুডান, আফগানিস্তান, জাপান, ওমান, কানাডা, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, অষ্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর, ইতালি, জর্দান ও যুক্তরাজ্য অন্যতম।
মুসল্লির মৃত্যু : এপর্বের বিশ্ব ইজতেমার ময়াদানে গত তিন দিনের ৬ জন মুসল্লির মৃত্যু হয়েছে। মারা যাওয়া সব ব্যক্তির মরদেহ ময়দানে জানাজা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম।
উল্লেখ্য, দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব (মাওলারা জুবায়ের অনুসারী) গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হয় প্রথম পর্বের ইজতেমা। এর চার দিন পর ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় ও শেষ পর্বের ইজতেমা শুরু হয়। রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে দ্বিতীয় পর্বের ইজতেমা শেষ হয়।
"