রাজশাহী ব্যুরো
ধূমপানে বাধা
ঘুষিতে প্রাণ গেল আনসারের তরুণ গ্রেপ্তার
রাজশাহী রেলস্টেশনে তরুণের ঘুষিতে মাইনুল ইসলাম (৪৫) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। নিহত আনসার সদস্য গোদাগাড়ীর মাঙ্গনপুরের জয়েন উদ্দীনের ছেলে। এ ঘটনায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী তানভিরকে (১৭) গ্রেপ্তার করা হয়েছে।
আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) দেলোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে স্টেশনের প্ল্যাটফরমে তিনজন তরুণ ধূমপান করছিলেন। এ সময় ওই আনসার সদস্য তাকে নিষেধ করলে তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তর্কাতর্কির একপর্যায়ে ওই তরুণ তাকে ঘুষি মারেন। এতে তিনি পড়ে গিয়ে নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে। মাইনুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে মাইনুলের পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন। এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে মাইনুল ইসলামের স্ত্রী আলম আরা বেগম বাদী হয়ে জিআরপি থানায় হত্যা মামলা করেন। মামলায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী তানভিরকে (১৭) গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজশাহী রেলওয়ে থানার উপপরিদর্শক আবু শাহাদাত জানান, মাইনুলের স্ত্রীর দায়ের করা মামলায় এক তরুণকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
"