নিজস্ব প্রতিবেদক

  ১০ ফেব্রুয়ারি, ২০২৪

ঢাকায় প্রথম শহীদ মিনার

ঢাকায় প্রথম শহীদ মিনার নির্মিত হয় ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের এক রাতের যৌথ শ্রমে। ভাষাসৈনিক আহমদ রফিকের লেখা থেকে জানা যায়, ‘মেডিকেল হোস্টেল প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা ও তা বাস্তবায়িত করা শুরু থেকে শেষ পর্যন্ত এক যৌথ চিন্তা ও শ্রমের প্রতিফলন।’ শহীদ মিনার নির্মাণের পরিকল্পনা, নকশা নির্বাচন ও প্রাথমিক উদ্যোগ সম্পর্কে ১৯৫২ সালে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রথম শহীদ মিনারের অন্যতম স্থপতি ডা. শরফুদ্দিন বলে গেছেন, ‘একুশ-বাইশ দুদিনের রক্তঝরা নিয়ে আমরা সবাই তখন খুব উত্তেজিত। তেইশ তারিখ সকালে ৩ নম্বর শেডের বারান্দায় দাঁড়িয়ে আলোচনা হচ্ছিল। কথা হচ্ছিল পুলিশের লাশ গায়েব করা এবং শহীদদের নিয়ে। ঠিক এমন সময় আমাদের মধ্যেই কে একজন কথাটা তোলেন এই বলে যে, শহীদদের জন্য একটা স্মৃতিস্তম্ভ বানালে কেমন হয়? সঙ্গে সঙ্গে সবাই বলে উঠল, তাই হোক। কেউ কেউ বলল, ‘আজই হোক’। প্রশ্ন উঠল নকশার, মালমসলার। নতুন কলেজ ভবন তৈরির জন্য ইট-বালি সবই জমা আছে কলেজ চত্বরে, সিমেন্ট আছে গুদামে। কিন্তু নকশা?

মওলা ভাই (কলেজ ইউনিয়নের ভিপি গোলাম মাওলা, তিনি তখন সংগ্রাম পরিষদের নয়া আহ্বায়ক) বললেন, ‘বদরুলের আঁকার হাত ভালো, সে-ই পারবে। নকশা আঁকার ভার পড়ল বদরুল আলমের ওপর। প্রথম নকশাটা অনেকেরই পছন্দ হয়নি। দ্বিতীয়বার করা হলো, সঙ্গে আরো দু-একজন যোগ দিল। হায়দার ভাইও বোধহয় ছিলেন। শেষ পর্যন্ত যে নকশাটা দাঁড় করানো হলো সেটাই মনোনয়ন পেল। এরপর কাজ শুরু। তাই বলি, পরিকল্পনা সমষ্টিগত যেমন শুরুতে তেমনি কাজের শেষে।’

সূত্র : ছোটদের ভাষা আন্দোলনের ইতিহাস; আহমদ রফিক, সময় প্রকাশন, ফেব্রুয়ারি, ২০০২, পৃ. ২১৫।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close