গোপালগঞ্জ প্রতিনিধি
শেখ হাসিনার বিরুদ্ধে লড়ছেন ৪ প্রার্থী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসনটিতে শেখ হাসিনাসহ মোট ৫ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে টিকেছে। অর্থাৎ, এ আসনে শেখ হাসিনার বিরুদ্ধে ভোটের মাঠে লড়াই করবেন আরো চার প্রার্থী।
গোপালগঞ্জ জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, সোমবার যাচাই-বাছাই শেষে কোটালীপাড়া-টুঙ্গিপাড়া আসনে শেখ হাসিনাসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ডিসি কাজী মাহবুবুল আলম। এ আসনে মোট ৯ প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন।
শেখ হাসিনা ছাড়াও মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হচ্ছেন জাকের পার্টির গোপালগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোল্লা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম, গণফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা লিমা রহমান এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির গোপালগঞ্জ শাখার নেতা এম নিজাম উদ্দিন লস্কর।
জেলা প্রশাসন কার্যালয় আরো জানায়, এ আসনে জাতীয় পার্টির শিশির চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের মো. সাহিদুল ইসলাম মিটু ও স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এদিকে গোপালগঞ্জের তিনটি আসনে মোট মনোনয়ন জমা দিয়েছিলেন ২২ জন প্রার্থী। তার মধ্যে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী একাংশ) আসনে মনোনয়ন বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগের প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আবদুল্লাহ, জাকের পার্টির প্রার্থী দেলোয়ার হোসেন, জাতীয় পার্টির (মঞ্জু) সহিদুল ইসলাম মোল্লা এবং তৃণমূল বিএনপির মো. জাহিদুল ইসলাম।
গোপালগঞ্জ-২ (গোপালগঞ্জ সদর-কাশিয়ানী একাংশ) আসনে মনোনয়ন বৈধ ঘোষিত প্রার্থীরা হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম, জাতীয় পার্টির প্রার্থী কাজী শাহীন, তৃণমূল বিএনপির জামাল উদ্দিন শেখ, স্বতন্ত্র প্রার্থী আমিনুল হাসান শাহীন, মুক্তি জোটের মামুনুর রশীদ এবং জাকের পার্টির প্রার্থী মো. সাজ্জাদ হোসেন মিয়া।
"