প্রতিদিনের সংবাদ ডেস্ক
এবার দক্ষিণ গাজায় হানা ইসরায়েলি স্থলবাহিনীর
যুদ্ধবিরতির পর গাজার দক্ষিণাঞ্চলে তিন দিন ধরে তুমুল বোমা হামলা চালিয়ে এবার হানা দিয়েছে ইসরায়েলি স্থলবাহিনী। বিমান হামলার পাশাপাশি শহরে ইসরায়েলি ট্যাংকও গোলা বর্ষণ করছে। তিন দিনের বোমা হামলায় অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর বিবিসি ও আলজাজিরা।
গাজার উত্তরাঞ্চলে যুদ্ধের সময় অনেকেই পালিয়ে আশ্রয় নিয়েছিলেন খান ইউনিস শহরসহ দক্ষিণ গাজায়। সেই দক্ষিণেও এবার হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের যোদ্ধা আশ্রয় নিয়েছে দক্ষিণ গাজার শহরগুলোয়।
ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও এক প্রতিবেদনে নিশ্চিত করেছে, ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) গাজার দক্ষিণের শহর খান ইউনিসে স্থল অভিযান শুরু করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেন, আইডিএফ দক্ষিণ গাজায় জোরালোভাবে লড়াই করছে।
রিজার্ভ সেনাদের উদ্দেশে তিনি বলেন, আমরা উত্তর গাজা উপত্যকায় দৃঢ় ও পুঙ্খানুপুঙ্খভাবে যুদ্ধ করেছি। আমরা এখন দক্ষিণ গাজা উপত্যকায়ও সেটি করছি। আইডিএফের মুখপাত্র আরো নিশ্চিত করেন, ইসরায়েল হামাস
যোদ্ধাদের সঙ্গে মুখোমুখি লড়াই করছে এবং গাজাজুড়ে স্থল অভিযান বাড়িয়ে যাচ্ছে।
"