নিজস্ব প্রতিবেদক

  ৩০ নভেম্বর, ২০২৩

এখন ইউরোপ-আমেরিকা কিছু বলে না

- ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন যারা বাধাগ্রস্ত করবে, তাদের বিষয়ে দেশে-বিদেশে অনেক কথা শোনা গেলেও এখন সবাই নীরব। এখন কেউ কিছু বলে না। ইউরোপও কিছু বলে না, আমেরিকাও না।’ গতকাল বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, ‘বিভিন্ন জায়গায় ট্রেনে হামলা করছে। প্রতিনিয়ত গাড়িতে অগ্নিসংযোগ, বাসে অগ্নিসংযোগ- এসব ঘটনা ঘটছে। অবরোধ কার বিরুদ্ধে? তারপর তারা হরতাল ডাকছে, কার বিরুদ্ধে? এটা তো নির্বাচনের বিরুদ্ধে, নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য এসব কর্মকাণ্ড তারা করছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে যারা মানবাধিকারের কথা বলে, বাংলাদেশে সুশাসনের কথা বলে, যারা অবাধ-সুষ্ঠু নির্বাচনের কথা বড় গলায় বলে, তারা আজকে একটা পক্ষের এসব অপকর্মণ্ডমিথ্যাচার, গণতন্ত্রবিরোধী-সংবিধানবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা কেন নীরব? নির্বাচনটা প্রশ্নবিদ্ধ করতে চায়। যারা বাধা দিচ্ছে, তাদের ব্যাপারে তারা কেন নীরব? আমাদের দেশে যারা সুশীল সমাজ, যারা মানবাধিকারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, তাদের কাছে আমার প্রশ্ন।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশেও যারা সুশীল সমাজ, মানবাধিকারের প্রবক্তা, তারা প্রতিনিয়ত মানবাধিকার-গণতন্ত্র, সরকারের সমালোচনা করেন। তারপর গ্রেপ্তার হয়েছে- এখন পুলিশকে যে মেরেছে তাকে গ্রেপ্তার করবে না? প্রকাশ্যে হেলমেট খুলে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকারীদের বিচার কি হবে না? প্রধান বিচারপতির বাড়িতে যারা হামলা করছে, তাদের বিচার হবে না? পুলিশ হাসপাতালে যারা হামলা করেছে তাদের বিচার হবে না? যারা গাড়ি পোড়াচ্ছে- তাদের কি বিচার হবে না? এটা আমার জিজ্ঞাসা।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close