নিজস্ব প্রতিবেদক

  ২৯ নভেম্বর, ২০২২

এবার পাসের হারে এগিয়ে মেয়েরা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এবার শিক্ষার্থীদের মধ্যে পাসের দিক থেকে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়ে শিক্ষার্থীরা। এবার পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী।

এ বছর সব শিক্ষা বোর্ডে উত্তীর্ণ ছাত্রের চেয়ে ৩ হাজার ৫২৭ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ২৭ হাজার ২৯০ জন বেশি ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে উত্তীর্ণ ছাত্রের চেয়ে ৬২ হাজার ৮১ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ২৮ হাজার ৮৪৫ জন বেশি ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।

২০২১ সালে জিপিএ ৫ ছিল ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন। ২০২২ সালে জিপিএ ৫-এর সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। জিপিএ ৫ বৃদ্ধি পেয়েছে ৮৬ হাজার ২৬২ জন। প্রতিষ্ঠান বেড়েছে ৬০৪টি। কেন্দ্র বেড়েছে ১১০টি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close