প্রতিদিনের সংবাদ চাকরি ডেস্ক
২৪ ফেব্রুয়ারি, ২০২৪
মধুমতি ব্যাংকে স্নাতক পাসে চাকরির সুযোগ
বেসরকারি মধুমতি ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ‘রিটেইল বিজনেস অ্যাসোসিয়েট (এবিএ-এসবিএ)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম : রিটেইল বিজনেস অ্যাসোসিয়েট (এবিএ-এসবিএ)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক থাকলে আবেদন করা যাবে। তবে শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ থাকলে আবেদনের কোনো সুযোগ নেই।
অভিজ্ঞতা : ০৬ মাস-০২ বছর
বেতন : ২০,০০০-২৪,০০০ টাকা
আবদেনের বয়স : সর্বনিম্ন ২৭ বছর
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিঙ্কে https://career.modhumotibank.net/JobCircular/JobDetails?jobId=A0PNeJftKAEkS7kVHC6Dzw
সূত্র : প্রথম আলো
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন