প্রতিদিনের সংবাদ চাকরি ডেস্ক
আইসিবি ইসলামী ব্যাংকে চাকরি বয়স ৪৫ হলেও আবেদন
বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ৭ পদে জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার। এ পদে সাতজন নিয়োগে পাবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1221121&fcatId=-1&ln=1।
আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এ পদে আবেদন করা যাবে। তবে ফিন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং বা অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর/ এমবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।
বেতন: আকর্ষণীয়
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ পেলে আকর্ষণীয় বেতন ছাড়াও টি/এ, মোবাইল খরচ, চিকিৎসা-ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে দুই দিন ছুটি, ইনস্যুরেন্স, বছরে দুটি উৎসব ভাতা, গ্র্যাচুইটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদনের বিস্তারিত দেখতে লগইন করুন এই লিঙ্কে https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1221121&fcatId=-1&ln=1।
সূত্র : প্রথম আলো
"