প্রতিদিনের সংবাদ চাকরি ডেস্ক

  ০২ ডিসেম্বর, ২০২৩

স্বাস্থ্য অধিদপ্তরে বিশাল নিয়োগ, পদ ২৫৪

স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও জাতীয় এইডস/এসটিডি কর্মসূচিতে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ দুই কর্মসূচিতে ২৫ ক্যাটাগরির পদে ২৫৪ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

এর আগে চলতি সপ্তাহেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি) অপারেশনাল প্ল্যানের অধীন সারা দেশে ২৯টি পিএসএ অক্সিজেন প্ল্যান্ট ও এনএমইপিতে ৬ ক্যাটাগরিতে ১৫৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

১. পদের নাম: সফটওয়্যার ডেভেলপার

পদসংখ্য: ১

বেতন: ১,৫০,০০০ টাকা

২. পদের নাম: টিবি ল্যাব অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল এক্সাপার্ট

পদসংখ্য: ১

বেতন: ১,২৭,৫৭৮ টাকা

৩. পদের নাম: লজিস্টিকস অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট এক্সপার্ট

পদসংখ্য: ১

বেতন: ১,২৩,৫৭৩ টাকা

৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ফিন্যান্স

পদসংখ্য: ১

বেতন: ১,৬৮,৫২৫ টাকা

৫. পদের নাম: ডিভিশনাল টিবি এক্সপার্ট

পদসংখ্য: ১

বেতন: ১,২৭,৫৭৮ টাকা

৬. পদের নাম: মাইক্রোবায়োলজিস্ট

পদসংখ্য: ১

বেতন: ১,১৫,৯৬৩ টাকা

৭. পদের নাম: সার্ভিলেন্স মেডিকেল অফিসার (এসএমও)-টিবি

পদসংখ্য: ৩

বেতন: ৭০,০০০ টাকা

৮. পদের নাম: ফিন্যান্স অফিসার

পদসংখ্য: ১

বেতন: ১,০৭,৩৪৫ টাকা

৯. পদের নাম: প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (পিএসএম) অফিসার

পদসংখ্য: ২

বেতন: ৫৫,০০০ টাকা

১০. পদের নাম: এমআইএস অফিসার

পদসংখ্য: ৮

বেতন: ৪০,০০০ টাকা

১১. পদের নাম: সাপ্লাই চেইন অ্যান্ড লজিস্টিকস অফিসার

পদসংখ্য: ১

বেতন: ৪০,০০০ টাকা

১২. পদের নাম: প্রোগ্রাম অর্গানাইজার

পদসংখ্য: ২

বেতন: ২৫,০০০ টাকা

১৩. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)

পদসংখ্য: ১৮৮

বেতন: ২৫,০০০ টাকা

১৪. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি)

পদসংখ্য: ২৫

বেতন: ২৫,০০০ টাকা

১৫. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট/অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্য: ২

বেতন: ১৮,০০০ টাকা

১৬. পদের নাম: ড্রাইভার

পদসংখ্য: ৪

বেতন: ১৮,০০০ টাকা

১৭. পদের নাম: ক্লিনার

পদসংখ্য: ২

বেতন: ১৮,০০০ টাকা

জাতীয় এইডস/এসটিডি নিয়ন্ত্রণ কর্মসূচিতে যেসব পদে নিয়োগ, পদসংখ্যা ও সাকল্যে বেতন

১৮. পদের নাম: কাউন্সেলর

পদসংখ্য: ২

বেতন: ২৬,২৫১ টাকা

১৯. পদের নাম: অ্যাকাউন্ট্যান্ট

পদসংখ্য: ১

বেতন: ৩০,০০০ টাকা

২০. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রিজন ইন্টারভেনশন)

পদসংখ্য: ১

বেতন: ৭৫,৬০০ টাকা

২১. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট—ল্যাব (প্রিজন ইন্টারভেনশন)

পদসংখ্য: ২

বেতন: ২৫,০০০ টাকা

২২. পদের নাম: মেডিকেল অফিসার

পদসংখ্য: ১

বেতন: ৬০,০০০ টাকা

২৩. পদের নাম: পিএসএম স্পেশালিস্ট

পদসংখ্য: ১

বেতন: ২,০০,০০০ টাকা

২৪. পদের নাম: ম্যানেজার-ফিন্যান্স

পদসংখ্য: ১

বেতন: ১,২০,০০০ টাকা

২৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-অ্যাডমিন অ্যান্ড এইচআর

পদসংখ্য: ১

বেতন: ৭৫,৬০০ টাকা

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের http://ntp.teletalk.com.bd/ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। যোগ্যতা, শর্তাবলিসহ নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য http://ntp.teletalk.com.bd/docs/NTP.pdf লিংক থেকে জেনে নিতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল অথবা [email protected][email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জবপোর্টালের https://www.facebook.com/alljobsbdTeletalk/ ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৬ এবং ৮, ২৩ ও ২৪ নম্বর পদের জন্য ১০০ টাকা; ৭, ২০ ও ২৫ নম্বর পদের জন্য ৮০ টাকা; ৯, ১০, ১১ ও ২২ নম্বর পদের জন্য ৭০ টাকা এবং ১২ থেকে ১৯ ও ২১ নম্বর পদের জন্য ৬০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ৩ ডিসেম্বর ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র : প্রথম আলো

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close