বিনোদন ডেস্ক

  ২৩ মে, ২০২৪

ক্যাটরিনার ভাইরাল ভিডিও নিয়ে জল্পনা

কয়েক মাস পরই মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত সোমবার ভারতের লোকসভা নির্বাচনে ভোট দিতে গিয়েছিলেন তিনি। এ সময় তার ‘বেবি বাম্প’ দেখে উচ্ছ্বসিত ছিলেন দীপিকার অনুরাগীরা। কিন্তু এর মধ্যে হঠাৎ ভাইরাল হয়েছে ক্যাটরিনা কাইফের একটি ভিডিও। সেই ভিডিওতে অভিনেত্রীকে দেখে অনুরাগীদের মনে নতুন জল্পনার তৈরি হয়েছে। ব্যস্ততার কারণে মধুচন্দ্রিমায় যেতে পারেনি এই জুটি। সম্প্রতি একটি সিনেমার শুটিং শেষ করে অভিনেত্রীকে নিয়ে লন্ডনে পাড়ি দিয়েছেন ভিকি। সেখানে বেকার স্ট্রিটের রাস্তায় ক্যামেরাবন্দি হন এই তারকা দম্পতি। ভিডিওতে দেখা যায়, ক্যাটরিনা একটি ওভারকোট পরেছিলেন, যার কারণে তার শরীর প্রায় ঢেকেই যায়। সামনে থেকে দ্রুত এক ব্যক্তি হেঁটে আসছিলেন। তার গতি দেখে অভিনেতা সতর্ক হয়ে হাত দিয়ে আলতো করে ক্যাটরিনাকে আগলে নেন। তাদের এই ভিডিও দেখেই কেউ কেউ মনে করছেন ক্যাটরিনা অন্তঃসত্ত্বা। তবে এবার তার অনুরাগীদের চাওয়া যেন সত্যি তার ঘর আলো করে নতুন সদস্য আসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close