বিনোদন প্রতিবেদক

  ১৩ মে, ২০২৪

নান্দনিক উপস্থাপনায় সফল মাসুদ রানা

উপস্থাপনাকে মাসুদ রানা নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে। দেশের বিভিন্ন স্থানে বড় বড় মঞ্চে উপস্থাপনায়, কণ্ঠের মাধুর্য ও শব্দের সৃজনশীলতায় অর্জন করেছেন দর্শকের হৃদয় নিংড়ানো ভালোবাসা। তার উপস্থাপনার কলাকৌশল অন্যদের উপস্থাপনা শিখতে আগ্রহী করে তোলে।

মাসুদ রানা একজন বহুমুখী প্রতিভাবান ব্যক্তিত্ব। তার লেখনীতে ফুটে উঠেছে জীবনের নানা স্পর্শকাতর বিষয়ের প্রতিচ্ছবি। প্রকাশিত বই ‘হৃদয়ের ফ্রেমে জীবন’ পেয়েছে পাঠকপ্রিয়তা। শ্রুতিমধুর কণ্ঠের আবৃত্তিশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। একজন ব্যাংক অফিসার হয়েও তিনি উপস্থাপনা ও সাহিত্যের বিভিন্ন শাখায় যে সফলতার স্বাক্ষর রেখেছেন, সত্যিই তা প্রশংসনীয়। ভবিষ্যতে উপস্থাপনা ও আবৃত্তিচর্চার একটি বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন রয়েছে মাসুদ রানার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close