বিনোদন প্রতিবেদক

  ১৩ মে, ২০২৪

‘আমি তো ভেঙে পড়ার মতো মেয়ে না’

ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের জনপ্রিয় নায়িকা পূজা চেরি। তার মা ঝর্ণা রায়গত ২৪ মার্চ মারা গেছেন। মায়ের মৃত্যুর পর থেকে ভালো নেই এই নায়িকা। প্রতিটি পদক্ষেপেই মাকে মনে করে স্মৃতিকাতর হয়ে পড়েন পূজা।

গতকাল রবিবার ছিল মা দিবস। আর এই দিনে পূজা আরো বেশি করে তার প্রয়াত মাকে অনুভব করেন পূজা। মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে পূজা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘মামুণি দেখেছ? তুমি কি পচা কাজ করেছ, সকালে ঘুম থেকে উঠেই অঝোরে চোখ থেকে জল পড়তে দিলে! সারাজীবনই তো এই জল পড়বে গো মা। কী করে থামাব?’

মায়ের শাসন মিস করেন- এটি লিখতেও ভোলেননি পূজা। লিখেছেন, ‘উফ খুব কষ্ট হচ্ছে মামুণি। আর লিখতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। ভালো থেকো মামুণি আর মনে রেখো তোমার হাতের লাঠিটা অনেক মিস করি, অনেক অনেক অনেক।’

সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে পূজা লেখেন, ‘পৃথিবীর সব মা ভালো থাকুক।’ এরপর আরো একটি স্ট্যাটাস লিখেছেন, ‘আমি তো এত ভেঙে পড়ার মতো মেয়ে না। তবে আজকে কেন এত ভেঙে পড়ছি!’ ক্যারিয়ারের শুরুতে মা ঝর্ণা রায়ের অসীম সমর্থন পেয়েছিলেন পূজা। বিভিন্ন ইন্টারভিউয়ে পূজা এ নিয়ে জানান, তার মায়ের সাপোর্ট না থাকলে তিনি নায়িকা হতে পারতেন না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close