বিনোদন প্রতিবেদক

  ১৬ এপ্রিল, ২০২৪

নাচ নিয়ে দিল্লিতে মৌ ও তার দল

নন্দিত নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তার পর্দা উপস্থিতি শুরুর দিন থেকে আজ পর্যন্ত সব বয়সি দর্শককে সম্মোহিত করে। তার নান্দনিক সৌন্দর্য এবং ব্যক্তিত্ব সববয়সি দর্শকের ভীষণ পছন্দের। তাই তো মৌ আজও অপ্রতিদ্বন্দ্বী। নিজেকে আপাদমস্তক একজন নৃত্যশিল্পী ভাবতেই ভালোবাসেন তিনি। তাই তো নাচ নিয়ে দেশ-বিদেশে ঘুরতে ভালোবাসেন। তারই ধারাবাহিকতায় গত রবিবার বাংলাদেশ হাইকমিশন দিল্লির আমন্ত্রণে মৌয়ের নেতৃত্বে ১১ জনের একটা দল দিল্লি গিয়েছে। এই দলে মৌ ছাড়াও রয়েছেন তান্না খান, শাওন, সজল, শোভন, স্বপন, সজিব, দিবা, শান্তা, পুষ্পিতা এবং এলমা।

জানা গেছে, মৌ তার দল নিয়ে দিল্লিতে তিনটি শোতে অংশ নেবেন। এর মধ্যে গতকাল সোমবার সন্ধ্যায় তারা নৃত্য পরিবেশন করেন দিল্লির হাইকমিশনে, আজ মঙ্গলবার চিত্ররঞ্জন পার্ক এবং আগামীকাল বুধবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘নাচ করতে যতটা স্বাচ্ছন্দ্যবোধ করি। অন্য কোনো কাজে তা এতটা করি না। নাচ আমার সাধনা, আমার ভালোবাসা। তাই তো এতগুলো বছর নাচ নিয়েই আছি। নাচের জন্য সব সময় ছুটে বেড়াই। যেহেতু এখন বৈশাখ মাস চলছে, তাই বৈশাখ এবং দেশ থাকছে আমাদের কোরিওগ্রাফিতে। আশা করছি ভালোভাবে সব শেষ করতে পারব।’

মৌ জানিয়েছেন, সবগুলো আয়োজন শেষ করে তারা আগামী ১৯ এপ্রিল দেশে ফিরবেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close