বিনোদন প্রতিবেদক
নাটকে ব্যস্ততা বাড়ছে ইমুর
বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইমু শিকদার। নাটক নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন তিনি। একসময় টেলিভিশন সিরিয়ালে ব্যস্ত সময় পার করলেও গত দুবছর ধরে একক নায়িকা হিসেবে নাট্য জগতে শক্ত অবস্থান তৈরি করেছেন ইমু। হাল সময়ে ইউটিউবে ভিউনির্ভর নাটকে তার অসংখ্য নাটক কয়েক মিলিয়ন ভিউ রয়েছে। স্বাভাবিক কারণে ইউটিউবকেন্দ্রিক নাটকে দিন দিন চাহিদা বাড়ছে ইমুর।
এ প্রসঙ্গে ইমু শিকদার বলেন, ‘দর্শক আমার অভিনীত নাটক পছন্দ করছেন। এটাই বড় প্রাপ্তি। একজন অভিনেত্রী হিসেবে সব ধরনের চরিত্রে অভিনয়ের জন্য আমি প্রস্তুত। এছাড়া একজন অভিনেত্রী হিসেবে ওটিটি বা নাটক সবখানেই সমানতালে কাজ করতে চাই।’
দর্শকদের ভালোবাসার মূল্য দিতে প্রস্তুত ইমু। তার ভাষায়- ‘আমি খুব লাকি এত দর্শক আমার নাটক দেখেন। দর্শকের এই ভালোবাসার মূল্য দিতে আমি সব সময় প্রস্তুত। সামনে আরো অনেক ভালো কাজে আমাকে দেখতে পাবেন।’
ইমু শিকদার অভিনীত ‘চোর যখন বাসর ঘরে’, ‘নবাব যখন ড্রাইভার’, ‘বান্ধবী যখন সতীন’, ‘গান পাগলা’, ‘ঝটপট নাণ্টু সার্ভিস’, ‘মেট্রোরেল কোচিং সেন্টার’, ‘শালা ভার্সেস দুলাভাই’, ‘সঙ-সার’, ‘বউ আমার অহংকার’, ‘কিস্তিতে হানিমুন’, ‘শরম আলী’, ‘বিয়ে তোকে করতেই হবে’, ‘বিদেশি মতিন’, ‘প্রবাসী পাত্র’, ‘যৌতুক পরিবহন’, ‘দিনে বাঘ রাতে বিড়াল’
‘পেইনফুল ভাড়াটিয়া’, ‘হারকিপ্টা বউ’, ‘মা আগে না বউ আগে’, ‘গ্যারেজ লাভার’, ‘জামাই চোর বউ চুন্নি’, ‘অহংকার’, ‘নয়া জামাই’, ‘অ্যাকশন ভার্সেস রিঅ্যাকশন’, ‘মামু ভাগিনা একছের’, ‘টেম্পু লাভার’, ‘প্রবাসীর ঈদ’, ‘বউ পণ্ডিত’, ‘জন্মগত মাতাল’ নাটকগুলো দর্শকরা দারুণভাবে গ্রহণ করেছেন।
"