বিনোদন প্রতিবেদক

  ২৫ ফেব্রুয়ারি, ২০২৪

কলকাতা মাতাবেন জেমস

ওপার বাংলাতেও দেশের কিংবদন্তি ব্যান্ড তারকা জেমসের ভক্ত-অনুরাগী রয়েছেন অসংখ্য। কলকাতায়ও তার গান ও কনসার্ট ঘিরে উন্মাদনায় ভাসেন শ্রোতাণ্ডভক্তরা। তবে নানা কারণে গত চার বছর কলকাতায় কনসার্ট করেননি জেমস। এবার জেমস-ভক্তদের জন্য সুখবর হলো, বিরতির পর আবার কলকাতার মঞ্চে ফিরছেন জেমস।

আগামী ৩ মার্চ নেতাজি ইনডোর স্টেডিয়ামে গাইবে নগর বাউল। ‘পুজোওয়ালাদের গান-পুজো’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে ফোরাম ফর দুর্গোৎসব। আয়োজক সংস্থার ফেসবুকে পেজে কনসার্টের পোস্টার শেয়ার করা হয়েছে। নগর বাউলের মুখপাত্র রবিন ঠাকুর জানান, কনসার্টে নগরবাউল ছাড়াও পারফর্ম করবে কলকাতার ব্যান্ড ‘ফসিলস’। আয়োজকরা কনসার্টের ট্যাগ লাইন রেখেছে ‘দুই বাংলার মেলবন্ধন’। বিকেল ৫টায় শুরু হওয়া কনসার্ট চলবে মধ্যরাত পর্যন্ত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close