বিনোদন প্রতিবেদক
০৯ ফেব্রুয়ারি, ২০২৪
খায়রুল-সাদিয়ার ‘ভালোবাসা ৫ টন’

এই ভালোবাসা দিবসে আসছে মারুফ হোসেন সজীবের গল্প ও নির্মাণে একক নাটক ‘ভালোবাসা ৫ টন’। গল্পে জুটি বেঁধে কাজ করছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার ও সাদিয়া আয়মান। আরো অভিনয় করেছেন সাজু খাদেম, মিলি বাসার, মাসুম বাসারসহ অনেকে।
এই নাটক প্রসঙ্গে নির্মাতা মারুফ হোসেন সজিব বলেন, ভালোবাসা দিবসকে মাথায় রেখে এই জনপ্রিয় জুটিকে নিয়ে খুব সুন্দর একটি গল্প বানিয়েছি। খাইরুল বাশার ও সাদিয়া আয়মান সুন্দর দুটি চরিত্রে অভিনয় করেছে। এ ছাড়া সাজু খাদেমের চরিত্রটিও খুব মজার, কাল্পনিক দেবদাস চরিত্রে অভিনয় করেছেন তিনি। আশা করি এই ভালোবাসা দিবসে আমার দর্শকদের এই কাজটি খুব ভালো লাগবে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন