বিনোদন প্রতিবেদক

  ১৪ জানুয়ারি, ২০২৪

‘সব মাধ্যমেই অভিনয় এনজয় করি’

‘একটি সিনেমার গল্প পড়েই তার ভবিষ্যৎ জানতে পারি। সেই জায়গা থেকে এই গল্পটা পড়ে মনে হয়েছে কাজটি করা যায়। পরিচালক নতুন বা পুরোনো সেটা দেখি না, তার প্রস্তুতি ও গল্প দেখি। সবকিছু মিলে যাওয়ায় এই সিনেমায় যুক্ত হয়েছি। আমি তরুণদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। আশা করছি, সিনেমাটি সব শ্রেণির মানুষের পছন্দ হবে।’ নিজের নতুন সিনেমা প্রসঙ্গে কথাগুলো বলেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। নির্মাতা আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ শিরোনামের একটি সিনেমা দিয়ে আবারও পর্দায় ফিরছেন শাবনুর। আর এতেই এবার যুক্ত হলেন বাবু। মঞ্চনাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেতা নিয়মিতই নাটক, ওয়েব সিরিজ ও সিনেমায় অভিনয় করছেন। ৪ দশকের ক্যারিয়ারে অর্জনের ঝুলিতে জমা করেছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি-বিদেশি নানা পুরস্কার ও সম্মাননা। প্রতিটি মাধ্যমে সফল পদচারণা প্রসঙ্গে জানতে চাইলে ফজলুর রহমান বাবু আরো বলেন, ‘অভিনয়ের ক্ষেত্রে আমি মাধ্যম বিবেচনা করি না। যেখানেই অভিনয় আছে, সেখানেই অভিনয় করি। সব মাধ্যমেই অভিনয় এনজয় করি। স্বাচ্ছন্দ্য নয় বরং উপভোগ করি। টেলিভিশন, চলচ্চিত্র, ওটিটি, ইউটিউব, ছাড়াও আমি রেডিওতে নিয়মিত অভিনয় করি। প্রতি সপ্তাহেই আমার নাটক রেডিওতে প্রচার হয়। তবে আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মঞ্চ। কারণ মঞ্চেই আমার অভিনয়ের জন্ম।’

অভিনয় ছাড়াও মাঝেমধ্যে নতুন গান নিয়ে হাজির হন বাবু। এই মাধ্যমটিতেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে কখনো গানে নিয়মিত হতে দেখা যায়নি তাকে। এ প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘দেখুন, আমি শখে গান করি। তবে শৈশব থেকেই আমি প্রচুর গান শুনতাম। গানের প্রতি ভালো লাগা থেকেই গুনগুন করে গান তুলতাম এবং বন্ধুদের শোনাতাম। তবে আমার গান শেখা হয়নি। অভিনয়ে এসে বুঝতে পারলাম অভিনয়ের সঙ্গে গানের একটি গভীর সম্পর্ক রয়েছে। একজন ভালো ও পূর্ণাঙ্গ অভিনেতা হতে হলে গান, নাচ, পেইন্টিংসহ সবই জানতে হয়। সেই জায়গা থেকে মাঝেমধ্যে দু-একটা গান গাওয়া হয়। দর্শক-শ্রোতারা আমার গানকেও যে ভালোবেসে গ্রহণ করেছেন, তাতে সত্যি অন্যরকম ভালো লাগা কাজ করে নিজের ভেতর।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close