বিনোদন প্রতিবেদক
বিষাদের সাগরে পরীমনি
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির নানা শামসুল হক গাজী সদ্য প্রয়াত হয়েছেন। নিজ এলাকায় তিনি খুব জনপ্রিয় ছিলেন। পরীকে ছোটবেলা থেকে আদর-যত্নে বড় করেছেন। অভিনেত্রীর একমাত্র অভিভাবকও ছিলেন নানা। নানাকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি এ নায়িকা। ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। প্রিয় নানা ভাইকে হারিয়ে পরীমনি এখনো যেন বিষাদের সাগরে ডুবে আছেন, তা তার প্রতিটি ফেসবুক পোস্টেই অনুমান করা যায়।
সম্প্রতি পরীমনি এমনই একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। পোস্টটি যে কারো হৃদয় ছুঁয়ে যাবে। এতে পরীমনি লেখেন, ‘এর আগে যতবার নানুবাড়ি গেছি, নির্দিষ্ট তারিখেই ঢাকায় ব্যাক করেছি। বাড়ির সবাই দু-এক দিন বেশি থেকে যেতে বলত কত করে! থাকা হয়নি।’
তিনি আরো লেখেন, ‘আর এখন মনে হচ্ছে নানুর কবর ধরে সারা দিন সারা রাত যদি বসে থাকতে পারতাম! কিন্তু পারি না। ছেলে পদ্মর সঙ্গে তার নানা ভাইয়ের সম্পর্কের স্মৃতি টেনে পরী লেখেন, আমার পদ্মফুল কেবল নানুকে চিনতে শুরু করছিল। বড় আব্বু বলে ডাকতে শিখেছিল। এখন যদি কেউ ওকে বলে, তোমার বড় আব্বু কই? ওমনি এই যে বলে সঙ্গে সঙ্গে আঙুল তুলে নানুর কবরটা দেখিয়ে দেয়! কবরের ওপরে চুমু খায়, হাত বুলায়, ফুঁ দেয়। আসার সময় হাত নেড়ে নেড়ে কতবার যে বলল, আব্বুটা বাই, আব্বুটা বাই! সব শেষে পরী লেখেন, দোয়া করবেন। নানু জান্নাতের ফুলের সঙ্গে থাকুক।
গত ২৩ নভেম্বর রাত ২টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরীমনির নানা শামসুল হক গাজী। পিরোজপুরের মঠবাড়িয়ায় তাকে দাফন করা হয়েছে।
"