বিনোদন প্রতিবেদক

  ০১ ডিসেম্বর, ২০২৩

ফেরদৌসের প্রচারণায় আসবেন ঋতু

অভিনেতা ফেরদৌস আহমেদ ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোট। তার আগে ফেরদৌসের প্রচারণায় ঢাকা আসছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। খবরটি নিশ্চিত করেছেন ফেরদৌস।

তিনি বলেন, ‘আমি মনোনয়ন পাওয়ার পর কলকাতা থেকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। ঋতু ফোন করে প্রচারণায় আসার কথা জানিয়েছেন। সে আমার ভালো বন্ধু। সব ঠিক থাকলে ডিসেম্বরের মাঝামাঝি ঋতু ঢাকায় আসতে পারে।’

ফেরদৌস ২০১৯ সালে ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে রায়গঞ্জ এলাকায় প্রচারণায় অংশ নিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন টালিগঞ্জের অভিনেতা অঙ্কুশ হাজরা ও পায়েল সরকার। এই কাজের জন্য ফেরদৌসকে কালো তালিকাভুক্ত করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য দুই বছর পর এই নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার।

ফেরদৌস সেই কথা মনে করে বলেন, ‘কলকাতাকে কখনো অন্য দেশ হিসেবে দেখিনি। অথচ দুই বছর কলকাতায় যেতে পারিনি। একাধিক সিনেমায় প্রস্তাব পাওয়ার পরও ফিরিয়ে দিতে হয়েছিল। একটা ভুলের জন্য আমাকে প্রচুর খেসারত দিতে হয়েছে। এখনো ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close