বিনোদন প্রতিবেদক
০৯ জুন, ২০২৩
নতুন সিনেমায় শ্যামল মাওলা
এ সময়ের ব্যস্ত অভিনেতা শ্যামল মাওলা। এরই মধ্যে নিজের অভিনয় গুণে বিনোদন অঙ্গনে ভালো অবস্থান তৈরি করে নিয়েছেন। ছোটপর্দার পাশাপাশি ওটিটিতে নিয়মিত কাজ করছেন। এর মধ্যে নতুন খবর দিলেন এ অভিনেতা। আবারও বড়পর্দার জন্য কাজ করতে যাচ্ছেন তিনি।
সিনেমার নাম ‘পাপী’। এটি পরিচালনা করবেন সুলতান মজুমদার। এতে শ্যামলের সঙ্গে জুটি হয়েছেন স্নিগ্ধা ও জিম।
শ্যামল জানান, থ্রিলার ঘরানার সিনেমাটিতে দর্শক ভিন্ন কিছু পাবে। আগামী ১৫ জুন লক্ষ্মীপুরের রামগঞ্জে সিনেমার শুটিং শুরু হবে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন