অনিরুদ্ধ সাজ্জাদ, জাককানবি

  ১৯ মে, ২০২৪

বৃক্ষরোপণ ও পরিচর্যা যখন শিক্ষার্থীদের ফিল্ডওয়ার্ক

পরিবেশ, জীববৈচিত্র্য সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে বাঁচাতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ আমাদের ফুল, ফল, ছায়া দেয়, জ্বালানি কাঠ দেয়। বৃক্ষ বায়ুমণ্ডল থেকে কার্বন-ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন ত্যাগ করে, পরিবেশকে শীতল রাখে। সর্বোপরি বৃক্ষের যে প্রয়োজনীয়তা তা আমরা বুঝতে পারি সাম্প্রতিক দেশব্যাপী তাপপ্রবাহের অতিষ্ঠতায়। এমনই প্রয়োজনীয়তা থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব নিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. তারিফুল ইসলাম।

শিক্ষার্থীদের ফিল্ডওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছেন বৃক্ষরোপণ ও পরিচর্যাবিষয়ক কার্যক্রম। সশরীরে উপস্থিত থেকে নির্দেশনা ও পরামর্শও দিচ্ছেন তিনি। তার নির্দেশনায় গত বছর একই রকম অ্যাসাইনমেন্ট এবং ফিল্ডওয়ার্কের অংশ হিসেবে দর্শন বিভাগের শিক্ষার্থীরা নজরুল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রায় চল্লিশেরও বেশি ওষুধি, ফলদ ও বনজগাছের চারা রোপণ করেন। এই ফিল্ডওয়ার্কের ওপর শিক্ষার্থীদের দেওয়া হয় নম্বরও। একই ধারাবাহিকতায় এ বছরও আগে রোপণ করা গাছের পরিচর্যার অ্যাসাইনমেন্টে অংশ নেয় দর্শন বিভাগের পঞ্চাশেরও অধিক শিক্ষার্থী। দর্শন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নাইমা নিহা বলেন, ‘ফিল্ডওয়ার্কের অংশ হিসেবে আমরা বৃক্ষরোপণ, পরিচর্যা এবং একটি সবুজ শ্যামল ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে অংশ নিয়েছি। স্যারের সরাসরি নির্দেশনায় আমরা শিখতে পারছি কীভাবে গাছের পরিচর্যা করতে হবে এবং কীভাবে পরিচর্যা করলে গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে।’ দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. তারিফুল ইসলাম বলেন, ‘নতুন ক্যাম্পাস হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়ে বৃক্ষের সংখ্যা অনেক কম, পাশাপাশি বৈশ্বিক উষ্ণতাও বৃদ্ধি পাচ্ছে। ভাবলাম যে শিক্ষার্থীদের পড়াশোনার অংশ হিসেবে বৃক্ষরোপণ ও তার পরিচর্যা করা যায় কি না। সে চিন্তা থেকেই তাদের অ্যাসাইনমেন্ট দিয়েছি। সাম্প্রতিক তীব্র দাবদাহে এবং পানির অভাবে আগের লাগানো গাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য বর্ষা মৌসুমের আগেই গাছগুলোর পরিচর্যার দায়িত্ব নিয়েছি। শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টের অংশ হিসেবে বৃক্ষের আগাছা পরিষ্কার করছে, পানি দিচ্ছে, বেষ্টনী দিচ্ছে। এতে করে গাছগুলো সতেজ থাকবে এবং কিছু বছরের মধ্যে আমাদের ক্যাম্পাসও ভরে উঠবে সবুজে শ্যামলে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close