জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

  ২০ মার্চ, ২০২৩

জাবিতে আইকিউএসির প্রশিক্ষণ কর্মশালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে Constraints in out come based education curriculum development শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম কর্মশালা উদ্বোধন করেন। এ সময় তিনি বিশ্ব র‌্যাংকিংয়ে সম্মানজনক স্থান লাভ করার লক্ষ্যে শিক্ষক- শিক্ষার্থীদের কাজ করার আহ্বান জানান। উপাচার্য বলেন, শিক্ষা-কারিকুলাম, পাঠদান পদ্ধতি এবং গবেষণার মানোন্নয়নে মনোযোগী হতে হবে। উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন যে, আইকিউএসির প্রশিক্ষণ কর্মশালা বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজের সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমানের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close