reporterঅনলাইন ডেস্ক
  ১৪ এপ্রিল, ২০২২

নাজমা বেগম নাজু

কবে যেন বৈশাখী রোদমালায়

কবে যেন বৈশাখী রোদমালায়

নাম ঠিকানা লিখে রেখেছিলাম,

দিন-তারিখ মনে নেই, নামটাও।

শুধু উষ্ণ বালুর দিন এলেই

বুকের অতলে ভর দুপুরের

উদাস রোদের মতো

খাঁ-খাঁ করে অশেষ শূন্যতা সম্ভার

পাতা ঝরা বৃক্ষতলে, দহন সীমার

অন্তরালে একা, কার নাম ধরে ডাকব

কোন নামে?

ভেবে ভেবে একাকার

মনে তো পড়ে না কিছুই।

মনের জানালায় দহনক্লান্ত সূর্যরাশি

অপলক ধুলোওড়া বাতাস

কার নাম ধরে ডাকে

কাকে খোঁজে?

কোন নামে বোশেখ আকাশে ওড়ে

তৃষ্ণার্ত পাখি?

আমিও আকণ্ঠ জলপিয়াসী

শুকনো ধুলোর পথ যেন এক

কেউ নেই, ধূ-ধূ এ প্রান্তরে,

তবু কারা যেন সোনালি স্মৃতিচিহ্ন সব

ফেলে রেখে গেছে।

এই বৈশাখী রোদমালায় মাখামাখি

এখানেই কোথাও ছিল সে,

শুধু বোশেখেই চিহ্ন- সুরভি পাই তার

বুক ভরে নিই রোদপোড়া ধুলোর গন্ধ,

বারোমাসি বসন্ত নয়

প্রতি নিঃশ্বাসে অটল

বুকজুড়ে থাক অন্তবিহীন-

বৈশাখী রোদকণা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close