আন্তর্জাতিক ডেস্ক

  ১১ জুন, ২০২৪

গাজায় ছড়িয়ে পড়তে পারে কলেরা : জাতিসংঘ

ফিলিস্তিনের গাজায় সুপেয় পানির অভাবে ভয়াবহ আকারে কলেরা ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থীবিষয়ক প্রধান ফিলিপ লাজ্জারিনি রবিবার (৯ জুন) এই আশঙ্কার কথা জানান। খবর আরব নিউজ ও কাতার নিউজ এজেন্সির। গাজার শরণার্থীদের জন্য আর্থিক সহায়তা চাইতে বর্তমানে তিনি বার্লিনে অবস্থান করছেন। সেখানে তিনি বলেন, গাজার বাসিন্দারা প্রচণ্ড স্বাস্থ্যঝুঁকিতে আছেন।

ফিলিস্তিনের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছরের জানুয়ারিতে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় গাজার পয়োনিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ফলে গাজায় ভয়াবহ পরিবেশদূষণ হচ্ছে। বৃষ্টির পানি ধরে রাখার জন্য গাজা সিটির সবচেয়ে বড় শেখ রেদোয়ান পুকুরটিও এখন পয়োবর্জে দূষিত হয়ে গেছে। এক কথায় গাজায় এখন সুপেয় পানির খুবই অভাব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close