আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ জুন, ২০২৪

বিজেপিকে ‘খেলা’ দেখিয়ে মামলায়ও জামিন পেলেন রাহুল

লোকসভা নির্বাচনে ভালো ফল। এবার আদালত থেকেও সুখবর পেয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বেঙ্গালুরুর বিশেষ আদালতে মানহানির মামলায় জামিন পেয়েছেন রাহুল। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের ভাই ডিকে সুরেশের দেওয়া বন্ডে জামিন পেলেন তিনি।

ঠিক কী অভিযোগ কংগ্রেসের সাবেক এই সভাপতির বিরুদ্ধে? ২০২৩ সালের মে মাসে কর্নাটকের বিধানসভা নির্বাচনের আগে প্রচারে রাহুল অভিযোগ করেছিলেন, সরকারি কাজের জন্য নাকি সেসময় ক্ষমতায় থাকা বিজেপি সরকার ৪০ শতাংশ হারে কমিশন নিতো। বাসবরাজ বোম্বাইয়ের সরকারকে ‘৪০ শতাংশের সরকার’ বলে কটাক্ষও করেন রাহুল। কংগ্রেস নেতার এই দাবির বিরুদ্ধে আদালতে যান কর্নাটকে বিজেপির সাধারণ সম্পাদক কেশব প্রসাদ। ওই মামলাতেই গতকাল শুক্রবার রাহুলকে বেঙ্গালুরুর বিশেষ আদালতে হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close