আন্তর্জাতিক ডেস্ক

  ০৮ জুন, ২০২৪

গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪০

মধ্য গাজায় নুসেইরাত শরণার্থীশিবিরে জাতিসংঘের একটি স্কুলে ইসরায়েলের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। এর আগে হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। স্কুলটিতে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। ইসরায়েল এই হামলার কথা স্বীকার করেছে।

স্থানীয় সাংবাদিকরা বলেছেন, একটি যুদ্ধবিমান থেকে দুটি ক্ষেপণাস্ত্র জাতিসংঘের স্কুলটির সবচেয়ে ওপরের তলার দুটি শ্রেণিকক্ষে আঘাত হানে।

বিভিন্ন ভিডিও ফুটেজে ঘটনাস্থলের ধ্বংসযজ্ঞ আর রক্ত আর ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। এক ভিডিও ফুটেজে এক নারী চিৎকার করে বলছিলেন, অনেক যুদ্ধ হয়েছে! আমরা বহুবার বাস্তুচ্যুত হয়েছি। আমাদের শিশুরা যখন ঘুমাচ্ছিল, তখন তাদের হত্যা করা হয়েছে।

হামাস জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডাব্লিউএর স্কুলে ইসরায়েলকে ভয়ংকর হত্যাযজ্ঞ চালানোর জন্য অভিযুক্ত করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close