আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুন, ২০২৪
গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩৯
গাজার নুসাইরাত শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েক ডজন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মধ্য গাজার একটি স্কুল ভবনে জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ পরিচালিত বাস্তুচ্যুত লোকদের একটি আশ্রয়কেন্দ্রে যুদ্ধবিমান থেকে হামালা চালানো হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা হামাসের একটি কম্পাউন্ডকে লক্ষ্য করে হামলা চালিয়ে সফলভাবে ‘বেশ কিছু সন্ত্রাসী’কে নির্মূল করেছে, যারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করেছিল।
ইসরায়েল বলছে, ‘হামাসের সন্ত্রাসী’রা স্কুলটিকে ব্যবহার করে তাদের ‘সন্ত্রাসী’ কার্যক্রম চালিয়ে আসছিল।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন