আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ মে, ২০২৪

নির্বাচনী সহিংসতায় বিজেপি কর্মীকে কুপিয়ে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গে আলোচিত নির্বাচনী এলাকা নন্দীগ্রামে বিজেপির এক নারী কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। বুধবার (২২ মে) রাতে সোনাচূড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটেছে। হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তিনি নিহত বিজেপি কর্মীর ছেলে বলে স্থানীরা জানিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার।

এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে নন্দীগ্রাম জুড়ে। তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে বিক্ষোভ করছেন বিজেপির নেতাকর্মীরা। যদিও এই হামলার দায় অস্বীকার করেছে তৃণমূল। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী প্রচারের শেষ সময়ে সোনাচূড়ার মনসাপুকুর বাজার এলাকায় বুধবার রাতে পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close