আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ মে, ২০২৪

সিরিয়ার সেনাঘাঁটিতে আইএসের হামলায় ৩ সেনা নিহত

সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের হামলায় তিন সেনা সদস্য নিহত হয়েছে। একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বাদিয়া মরুভূমিতে একটি সেনাঘাঁটিতে হামলায় তিন সিরীয় সেনা নিহত হয়েছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট জানিয়েছে, জঙ্গিরা এমন একটি জায়গায় হামলা চালিয়েছে, যেখানে সরকারি বাহিনীর সদস্যরা অবস্থান করছিল। হামলায় এক লেফটেন্যান্ট কর্নেল এবং দুই সেনা প্রাণ হারিয়েছেন।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থাটি বলছে, সিরিয়ার সেনাবাহিনী ওই এলাকায় নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে। যদিও সেখানে আইএস এ ধরনের হামলার ঘটনা আগেও ঘটেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close