আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ মে, ২০২৪

ভূমিকম্পে কাঁপল ইতালির নেপলস

এক দিনে ১৬০ বারেরও বেশি ভূমিকম্পে কেঁপে উঠেছে ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলস। গত রাতে এসব ভূমিকম্প অনুভূত হয়। মঙ্গলবার (২১ মে) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে নেপলসে ১৬০ বারেরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৪ দশমিক ৪ মাত্রার। দেশটির পোজুলি শহরের কাছে স্থানীয় সময় রাত আটটার দিকে এই ভূমিকম্পটি আঘাত হানে।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) বলেছে, গত ৪০ বছরের মধ্যে এটিই ছিল এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়েছে, নেপলস ও এর আশপাশে একের পর এক ভূমিকম্প অনুভূত হলে বাড়িঘর খালি করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় অনেক স্কুল। নেপলসের মেয়র গাইতানো মানফ্রেদি জানান, একের পর এক কম্পনে নগরীর বাসিন্দারা আতঙ্কিত হতে পারেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close