প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ মে, ২০২৪

রাফায় ইসরায়েলের জোরদার হামলা শহর ছাড়ল ৩ লাখ ফিলিস্তিনি

আন্তর্জাতিক বাধা এবং যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ বন্ধের হুমকি উপেক্ষা করেই গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে আক্রমণ জোরদার করেছে দখলদার দেশ ইসরায়েল। ইতিমধ্যে রাফাহর চারপাশ ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী।

আর ইসরায়েলি হামলার মধ্যেই প্রাণ বাঁচাতে শহরটি ছেড়ে ইতিমধ্যেই পালিয়ে গেছে ৩ লাখ মানুষ, বলছে জাতিসংঘ। গাজার অন্যান্য অঞ্চল ধ্বংস হয়ে যাওয়ায় ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষ এই শহরে আশ্রয় নিয়েছিলেন। সোমবার পৃথক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল-জাজিরা এবং নিউ ইয়র্ক টাইমস।

আল-জাজিরা জানায়, গত সপ্তাহে রাফা খালি করার ইসরায়েলি নির্দেশের পর থেকে প্রায় ৩ লাখ মানুষ পালিয়ে গেছে বলে জানিয়েছে গাজায় জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ।

ইসরায়েলি সরকার রাফা এবং গাজার অন্যত্র নতুন স্থানান্তর আদেশ জারি করার কয়েক ঘণ্টা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেয় সংস্থাটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close