প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

ইউক্রেনে সেনা পাঠানোর কথা অস্বীকার ন্যাটোর

ইউক্রেনে সেনা পাঠানোর পরিকল্পনা অস্বীকার করেছে সামরিক জোট ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন এ জোটটি বলেছে, ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই। এর আগে ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না বলে জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এছাড়া স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীও জানান, কিছু পশ্চিমা রাষ্ট্র ইউক্রেনে সেনা পাঠাতে দ্বিপক্ষীয় চুক্তির কথা বিবেচনা করছে। বুধবার পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।

ন্যাটোর সেক্রেটারি-জেনারেল বলেছেন, ইউক্রেনে সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই। যদিও রাশিয়া দাবি করেছে, সেনা পাঠানো হলে পশ্চিমা সামরিক এ জোটের সঙ্গে সরাসরি সংঘর্ষ শুরু করতে প্রস্তুত মস্কো।

আলজাজিরা বলছে, আগের দিন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যের প্রতিক্রিয়ায় জেনস স্টলটেনবার্গ গত মঙ্গলবার ন্যাটো দেশগুলোর ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়টি বিবেচনার কথা অস্বীকার করেন। ন্যাটোপ্রধান বলেন, ইউক্রেনে ন্যাটোর সৈন্যদের নিয়ে কোনো পরিকল্পনা নেই।

এর আগে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ গত সোমবার ইউরোপীয় নেতাদের এক বৈঠকে বলেন, ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে কোনো ঐকমত্য হয়নি, তবে বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। ইউক্রেনের মিত্র ২০টি দেশের সঙ্গে এক বৈঠকে ফরাসি এই প্রেসিডেন্ট আরো বলেন, ‘এই পর্যায়ে কোনো ঐকমত্য নেই... দেশটিতে সৈন্য পাঠানোর জন্য।’ তিনি আরো বলেন, কিছুই বাদ দেওয়া উচিত নয়। রাশিয়া যাতে জিততে না পারে সেজন্য যা করতে হবে আমরা তা করব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close