প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

বুরকিনা ফাসোর গির্জায় উপাসনার সময় হামলা, নিহত ১৫

বুরকিনা ফাসোয় একটি ক্যাথলিক গির্জায় হামলার ঘটনা ঘটে। এ সময় নিহত হন ১৫ জন। আহতের সংখ্যা দুই। খবর বিবিসির। গতকাল সোমবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলেছে, পশ্চিম আফ্রিকার এ দেশটিতে সহিংসতার ঘটনা এত বেশি যে বুরকিনা ফাসো কার্যত বিধ্বস্ত। এর মধ্যেই রবিবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির উত্তর-পূর্বাঞ্চলে একটি গির্জায় হামলা হয়। এতে ১৭ জন হতাহত হয়েছে। নিহতের সংখ্যা ১৫। প্রতিবেদনে বলা হয়েছে, মালির সীমান্তের কাছে অবস্থিত ওদালান প্রদেশের এসসাকানে গ্রামে হামলার শিকার গির্জাটি ক্যাথলিকদের। ঘটনার সময় গির্জায় উপাসনা চলছিল। গির্জার এক কর্মকর্তা বলেছেন, হামলাকারীরা সন্দেহভাজন জঙ্গিগোষ্ঠীর সদস্য।

বুরকিনা ফাসোর রাজধানী ওয়াগাদুগুর কর্তৃপক্ষ এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে স্থানীয় ডায়োসিসের প্রধান অ্যাবট জিন-পিয়েরে সোয়াদোগোর একটি বিবৃতি দিয়েছেন।

সেটিতে তিনি জানিয়েছেন, হামলার ঘটনার পরপরই ১২ জন নিহত হন, তিনজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পর। জিন-পিয়েরে বলেছেন, এটি বেদনাদায়ক পরিস্থিতি। যারা মারা গেছেন ও আহত হয়েছে তাদের জন্য প্রার্থনা করতে আমরা সবাইকে আমন্ত্রণ জানাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close