প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১১ ফেব্রুয়ারি, ২০২৪

ইসরায়েলি সেনাদের ‘স্যাংশন’ দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের পশ্চিমতীরে দায়িত্বরত ইসরায়েলি সেনাদের ওপর নিষেধাজ্ঞা জারি করার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল কানের বরাত দিয়ে এই খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম টিএরটি। পশ্চিমতীরে ফিলিস্তিনের প্রতি অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্র বারবার সতর্ক করলেও তেল আবিব সন্তোসজনক কোনো উত্তর দেয়নি।

আগামী ৬০ দিনের মধ্যে পশ্চিমতীরে ফিলিস্তিনের প্রতি অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের সহিংসতার বিষয়ে সন্তোসজনক জবাব এবং যথাযত ব্যবস্থা না নিলে, পশ্চিমতীরে দায়িত্বরত ইসরায়েলি কমান্ডার এবং সেনাদের বিরুদ্ধে স্যাংশন দেবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েলি সংবাদমাধ্যমটি জানায়, তেল আবিব যুক্তরাষ্ট্রের এই সতর্ক বার্তাকে গুরুত্বসহকারে বিবেচনা করছে এবং এই স্যাংশনের ব্যাপ্তি বেড়ে তা সামরিক কর্মকর্তা, সংসদ সদস্য ও মন্ত্রী পর্যন্ত অন্তর্ভুক্ত হতে পারে বলে তারা মনে করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close