প্রতিদিনের সংবাদ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি, ২০২৪
বাগদাদে মার্কিন হামলায় ইরানপন্থি মিলিশিয়া নেতাসহ নিহত ৩
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানপন্থি এক মিলিশিয়া কমান্ডার নিহত হয়েছেন। এক প্রতিবেদনে জানানো হয়েছে, কাতাইব হিজবুল্লাহ দলের এক নেতা এবং তার দুই রক্ষীকে বহনকারী একটি গাড়িতে হামলা চালানো হয়েছে। বাগদাদের পূর্বাঞ্চলে চালানো ওই হামলায় কাতাইব হিজবুল্লাহর ওই কমান্ডারসহ তিনজন নিহত হয়েছেন। খবর বিবিসির।
পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ওই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হামলা পরিচালনার জন্য ইরানপন্থি ওই মিলিশিয়া কমান্ডার দায়ী ছিলেন। গত মাসে জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হামলার জন্য ইরানপন্থি ওই গোষ্ঠীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়।
স্থানীয় সময় বুধবার রাতে বাগদাদের কাছাকাছি অবস্থিত মাশতাল শহরে ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। সে সময় কয়েক দফা ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন