প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৬ জানুয়ারি, ২০২৪

তানজানিয়ায় সোনার খনি ধসে নিহত ২২

আফ্রিকার দেশ তানজানিয়ায় একটি অবৈধ সোনার খনি ধসে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলে ভারী বর্ষণের কারণে ছোট ওই খনিতে ধস নামে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি। খবরে বলা হয়েছে, বিধিনিষেধ থাকা সত্ত্বেও একদল লোক সেখানে খনন শুরু করলে ভূমিধস ও প্রাণহানির ঘটনা ঘটে। সংশ্লিষ্ট অঞ্চলের বারিয়াদি জেলা প্রশাসক সাইমন সিমালেঙ্গা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার (১৩ জানুয়ারি) ভোরে সিমিউ অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, দুর্ঘটনার সময় প্রশাসনের অনুমতি ছাড়াই ২৪ থেকে ৩৮ বছর বয়সি একদল লোক একটি অনিরাপদ জায়গা খনন করছিলেন। সাইমন বলেছেন, প্রাথমিকভাবে আমাদের বলা হয়েছিল, ১৯ থেকে ২০ জন মানুষ খনিতে আটকা পড়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ২২ জনের লাশ উদ্ধার করতে পেরেছি।

তিনি জানিয়েছেন, দলটি প্রায় দুই থেকে তিন সপ্তাহ আগে খনিজসমৃদ্ধ একটি জায়গা আবিষ্কার করেছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close