প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ জানুয়ারি, ২০২৪

সুদানে বিমান হামলায় ৩৩ বেসামরিক নাগরিক নিহত

সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলাসহ প্রতিদ্বন্দ্বী সুদানি বাহিনীর মধ্যে লড়াইয়ে কমপক্ষে ৩৩ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। দেশটির গণতন্ত্রপন্থি আইনজীবীরা শুক্রবার (১২ জানুয়ারি) রাতে এ তথ্য দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি আবাসিক এলাকায় গোলাবর্ষণের ঘটনা ঘটে।

আরব নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ খার্তুমের সোবা জেলায় বিমান বোমা হামলায় ২৩ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন

আহত হয়। আইনজীবী গোষ্ঠী দক্ষিণ খার্তুমে আর্টিলারি হামলায় আরো ১০ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে।

একটি প্রতিরোধ কমিটি নামে পরিচিত একটি স্থানীয় গোষ্ঠী একই মৃত্যুর খবর দিয়ে বলছে, আবাসিক এলাকায় এবং স্থানীয় বাজারে কামানের গোলাগুলিতে ১০ জন বেসামরিক লোক নিহত হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close