প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১০ ডিসেম্বর, ২০২৩

সিরিয়ায় আইএসের হামলায় আসাদপন্থি ৭ যোদ্ধা নিহত

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের হামলায় প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থি সাত যোদ্ধা নিহত হয়েছে। শুক্রবার ইরাক সীমান্তের বুকামালের কাছে হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

যুক্তরাজ্যভিত্তিক এনজিওটির পরিচালক রামি আব্দেল রহমান একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানিয়েছেন, হামলাকারীরা মোটরসাইকেল যোগে এসে একটি সামরিক পোস্টে গুলিবর্ষণ করে। অবজারভেটরি জানিয়েছে, চলতি বছর সিরিয়ায় আইএসের হামলায় অন্তত ৩৮৫ জন আসাদপন্থি যোদ্ধা ও ১৬৫ জন বেসামরিক নিহত হয়েছে। সিরিয়া জুড়ে অবজারভেটরির তথ্য সংগ্রহের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে বলে আরব নিউজ জানিয়েছে। রহমান জানিয়েছেন, শুক্রবার যারা নিহত হয়েছেন তাদের মধ্যে সিরীয়দের পাশাপাশি ‘বিদেশি যোদ্ধাও’ রয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close