প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ ডিসেম্বর, ২০২৩

কর ফাঁকির মামলায় অভিযুক্ত বাইডেনপুত্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে আরেকটি ফৌজদারি মামলা হয়েছে। এবার তাকে কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। সব মিলিয়ে বাইডেনপুত্রের বিরুদ্ধে ৯টি অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসির।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়ার একটি আদালতে এসব অভিযোগ আনা হয়েছে। ৯ মাত্রার অভিযোগে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত হান্টার বাইডেন কেন্দ্রীয় সরকারের কর বাবদ ১৪ লাখ মার্কিন ডলার ফাঁকি দেওয়ার পরিকল্পনা করেছিলেন। এ ছাড়া কর প্রদানের তথ্য জমা দিতে না পারা, কর পরিশোধে ব্যর্থতা এবং কর জমা নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এর আগে সেপ্টেম্বরে ডেলাওয়্যারের একটি আদালতে হান্টার বাইডেনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত এক মামলায় অভিযুক্ত করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close