প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৯ ডিসেম্বর, ২০২৩

হামাসের হামলায় ইসরায়েলি মন্ত্রীর ছেলে নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের যোদ্ধাদের হামলায় ইসরায়েলি এক মন্ত্রীর ছেলে নিহত হয়েছেন। তিনি গাজায় স্থল অভিযানে অংশ নিয়েছিলেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আরো দুজন সেনা নিহত হওয়ার তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ওই দুই সেনার একজন হলেন ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন মন্ত্রিসভার দপ্তরবিহীন মন্ত্রী গাদি ইজেনকোতের ছেলে গাদ ইজেনকোত। নিহত অপর সেনা হলেন জোনাথান ডেভিড ডিচ। বর্তমানে মন্ত্রীর দায়িত্ব পালন করা গাদি ইজেনকোত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধানও ছিলেন।

গাজায় দখলদার ইসরায়েলি সেনারা যে যুদ্ধ চালাচ্ছে সেটির মূল পর্যবেক্ষক হিসেবে আছেন তিনি। এ ছাড়া গাজা যুদ্ধে কী ধরনের অভিযান পরিচালনা করা হবে সেটিরও সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close