প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৫ ডিসেম্বর, ২০২৩

সিভিল ডিফেন্স ইউনিটের তথ্য

গাজায় ধ্বংসস্তূপের নিচে আটকা হাজারো মৃতদেহ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা চলছেই। মাঝে সপ্তাহখানেকের বিরতি চললেও হামলা আবারও শুরু হয়েছে। এ ছাড়া টানা দেড় মাসেরও বেশি সময় চলা আগ্রাসনে গাজা উপত্যকার ৬০ শতাংশের বেশি বাড়িঘর ও আবাসিক ইউনিট ধ্বংস হয়ে গেছে। এমনকি গাজায় ধ্বংসস্তূপের নিচে আটকে আছে হাজার হাজার লোকের মৃতদেহ। গাজার সিভিল ডিফেন্স ইউনিট এই তথ্য সামনে এনেছে বলে রবিবার (৩ ডিসেম্বর) জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মৃতদেহ রয়ে গেছে বলে রবিবার গাজা উপত্যকার বেসামরিক প্রতিরক্ষা দলগুলো জানিয়েছে। প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতির কারণে এসব মৃতদেহ উদ্ধার করা যাচ্ছে না বলেও জানিয়েছে তারা।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে ভূখণ্ডটির বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ইসরায়েলি বাহিনী গত ৭ অক্টোবর থেকে গাজায় ক্রমাগত তাদের দলকে হামলার লক্ষ্যবস্তু করছে।

মাহমুদ বাসাল বলেছেন, ‘হাজার হাজার শহীদ এখনো ধ্বংসস্তূপের নিচে রয়েছেন এবং আমরা তাদের উদ্ধার করতে পারছি না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close