প্রতিদিনের সংবাদ ডেস্ক
তানজানিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, নিহত ৪৭
পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ভারী বর্ষণে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে জাতীয় নিরাপত্তা বাহিনী।
গতকাল সোমবার বিবিসির খবর বলা হয়েছে, তানজানিয়ার উত্তরাঞ্চলের হানাং পর্বতের ঢালের কাছে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া ৮০ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ওই অঞ্চলের বেশ কিছু ঘরবাড়ি ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর তানজানিয়ার মানিয়ারা এলাকার আঞ্চলিক কমিশনার কুইন সেন্ডিগা রবিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছেন প্রেসিডেন্ট সামিয়া হাসান। প্রতিকূল আবহাওয়ায় ওই অঞ্চলের ঘরবাড়ি ও অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যাকে তানজানিয়ায় সবচেয়ে বড় প্রাকৃতিক বিপদ বলা হয়ে থাকে। বন্যায় প্রতি বছর দেশটিতে কয়েক হাজার মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়ে থাকেন।
"